অনন্ত লতা Antigonon leptopus কেউবা চিনেন মধুলতা নামে। ইংরেজিতে Ananto Lota হচ্ছে Polygonaceae পরিবারের একটি লতানো উদ্ভিদ। এটি মেক্সিকোর স্থানীয় প্রজাতি। অনন্ত লতার আরেক নাম প্রেম লতা। এইংরেজিতে Mexican Creeper, coral vine, bee bush ইত্যাদি নামে পরিচিত এই সপুষ্পক উদ্ভিদটি মেক্সিকোর স্থানীয় প্রজাতি। বাংলাদেশে অনন্ত লতার সাদা আর গোলাপি রঙের দুটি প্রজাতি চোখে পড়ে। তবে সাদা ফুল আমাদের দেশে দুর্লভ।
অনন্তলতা বহুবর্ষজীবী, দ্রুত বর্ধনশীল এবং আরোহী লতা। এর দৈর্ঘ্য ২৫ ফুট বা তার চেয়েও বেশি হতে পারে। অসংখ্য শক্ত আঁকশির মাধ্যমে অন্য গাছ বা মাধ্যমকে আঁকড়ে ধরে ছড়িয়ে যায় এই লতা। এই লতা ঢাকার ঝোপঝাড়, বাড়ির দেয়ালেও দেখা যায়। লতানো কাণ্ড কোনাচে ও খাঁজকাটা। সবুজ পাতা হূৎপিণ্ডাকার। বিন্যাস একান্তর। পাতার প্রান্তে আকর্ষী থাকে, যা কাণ্ডকে হেলে পড়া থেকে রক্ষা করে।
লতার বৃদ্ধি দ্রুত হয়। বসন্ত কাল থেকে শুরু করে শরৎ কাল পর্যন্ত অনন্তলতার ফুল ফোটে। পাতার কক্ষে লতার আগায় ছোট ছোট গোলাপি ফুল। বৃত্যংশ চারটি, রঙিন। এর মূল কন্দের মত এবং শক্ত আবরণ যুক্ত। ঘন সবুজ রঙের পাতার আকৃতি অনেকটা পান পাতার মত, কখনও বা ত্রিভুজের মত আকৃতি। পাতার দৈর্ঘ্য ২.৫ থেকে ৭.৫ সেমি পর্যন্ত।
ক্রান্তীয় প্রজাতির অনন্ত লতা প্রধানত শহরের উদ্ভিদ। তবে গ্রামে কমই চোখে পড়েছে। মাচা কিংবা দেয়াল আচ্ছাদন হিসেবে বেশ মানায়। গোলাপি রঙের দৃষ্টিনন্দন ফুলের কারণে অনন্ত লতার কদর দিন দিন বাড়ছে। সম্ভবত সৌন্দর্যের কারণেই বাংলায় মিশনারিরা এ লতার আগমন ঘটিয়েছে।
