ফুলের নাম গোল্ডেন শাওয়ার। উজ্জ্বল রঙের এই ফুল সহজেই নজর কাড়ে। থোকায় থোকায় ফুটে থাকা ফুল দেখে মনে হয় বসন্ত বরণের জন্যই এই ফুলের আগমন । মধুময় বসন্ত আসার আগেই তার জেগে ওঠা। প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে ফোটে এ ফুলটি। যেন বসন্তের আবাহন সে তার সর্বাঙ্গে ছড়িয়ে দিয়ে ঋতুরাজের দৃষ্টি কাড়তে সদা ব্যস্ত। মোহনীয় রঙের উজ্জ্বলতার জন্য তাকে এড়ানো দায়। শীতের সময় থেকে এ ফুল ফুটতে দেখা যায়।
এর ফুলে প্রধান আকর্ষণ ঝুলন্ত পুষ্পমঞ্জরি। এ গাছের লতাটি ৭৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ঝুলন্ত মঞ্জরির ফুলগুলো নলাকার এবং ৫ সেন্টিমিটার লম্বা। এটি গন্ধহীন পুষ্প।। আর কমলা সৌন্দর্যে মাতোয়ারা করে রাখে চারপাশ। ফুলটিকে দেখে চোখ জুড়িয়ে যায়। অনুভূতিতে অসাধারণ আবেদন তৈরি করে।
গোল্ডেন শাওয়ারের বৈজ্ঞানিক নাম Pyrostegia venusta ইংরেজি নাম ফ্লেম ভাইন flame vine। এটি মূলত লতাগাছ এবং এর নাম বাংলায় অনেকেই সোনাঝুরি লতা বলে, কমলা সুন্দরী’ও বলা হয়। তবে গোল্ডেন শাওয়ার নামে ফুলটি বহুল পরিচিত। বহু শাখাযুক্ত, বহুপত্রী ও গাঢ় সবুজ। ফুল ফোটার প্রথমদিকে হয় হালকা কমলা রঙের এবং ধীরে ধীরে গাঢ় ও উজ্জ্বল লালচে-কমলা রঙ ধারণ করে। উজ্জ্বল অথচ কোমল ও মিষ্টি রঙ সহজেই নজর কেড়ে নেয়। কাণ্ড দুর্বল বিধায় নিজেই কিংবা আঁকশি, কাঁটা ইত্যাদি উপাঙ্গের সাহায্যে আশ্রয় জড়িয়ে উপরে ওঠে। এটি শীত ও বসন্তের ফুল। এটি ঝুলন্ত শাখাবহুল ও লম্বা লতা। ফুলটি অনেক দূর থেকে সহজে দৃষ্টি কাড়ে।