গন্ধরাজ ফুল আমাদের দেশে সব মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুল মিষ্টি ও তীব্র সুগন্ধের জন্য বেশ জনপ্রিয়। সুগন্ধে সেরা বলে এর নাম গন্ধরাজ। ফুল আকার-আকৃতিতে গোলাপের মতো। রং ধবধবে সাদা। গন্ধরাজ Rubiaceae বা কফি পরিবারের গার্ডেনিয়া গণের অন্তর্ভুক্ত একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় সপুষ্পক চিরসবুজ উদ্ভিদ।
এর আদিনিবাস চীন। এর বৈজ্ঞানিক নাম Gardenia jasminoides। এই ফুলটি গার্ডেনিয়া এবং কেপ জ্যাসমিন নামেও পরিচিত। গুলচন্দ, বুঙ্গা চায়না, গার্ডেনিয়া প্রভৃতি নামেও ডাকা হয় । আমেরিকান প্রকৃতিবিদ ড: আলেকজেন্ডার গার্ডেন (১৭১৩ – ১৭৯১) এর নাম অনুসারে এই ফুলের ইংরেজি নামকরণ করা হয়েছে। বাংলা নামটি স্পষ্টতই এর তীব্র সুগন্ধি চরিত্রের পরিচয় বহন করে।