মিষ্টি সুগন্ধযুক্ত চামেলী ফুল উদ্ভিদকে পার্সীতে ইয়াসমিন বলে। এর ল্যাটিন রূপ হল জেসমিনাম শব্দ। চামেলী ফুল অন্যান্যদের মধ্যে স্পেনিশ জুঁই, রাজকীয় জুঁই, কাতালান জুঁই ইত্যাদি নামে কমবেশ পরিচিত, উর্দুতে চাম্বেলী দক্ষিণ এশিয়া, আরব উপদ্বীপ, উত্তর পূর্ব আফ্রিকা , আফ্রিকান বৃহত্ হ্রদসমূহ, গ্রীস এবং চীনের সিচুয়াং অঞ্চলের জুঁইয়ের একটি স্থানীয় প্রজাতি।
এটি একটি পত্রঝরা গুল্ম যা ২–৮ মিটার (৬.৬–২৬.২ ফু) পর্যন্ত লম্বা হয়।অন্যদিকে এর পাতাগুলো ৫–১২ সেন্টিমিটার (২.০–৪.৭ ইঞ্চি) লম্বা হয়।ফুলগুলো নগ্নবীজী। ফুলের সুঘ্রাণ অনন্য এবং মিষ্টি।
ব্যবহারঃ
এর পাতা আয়ুর্বেদিক ভেষজ ঔষধ এবং এর ফুল কর্পূর হিসেবে মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়। পাকিস্তানে এটি লবণাক্ত অঞ্চল এবং রাওয়াল্পিন্ডি জেলায় ৫০০–১,৫০০ মিটার (০.৫০–১.৫০ কিমি) অঞ্চলজুড়ে জন্মানো হয়। এটি কখনো, Jasminum officinale এর সঙ্গে তুলনা হয়।
শ্রীলঙ্কায় গাছটি সামান পিচ্ছা বা পিচ্ছা নামে পরিচিত।। এটি ভেষজ উদ্ভিদ হিসেবে উষ্ণমন্ডলীয় অঞ্চলে চাষ হয়।