গোলাপি মুসান্ডা,মুসেন্ডা বা নাগবল্লী বৈজ্ঞানিক নাম:Mussaenda frondosa হলো রুবিয়েসি পরিবারের একটি পাপড়িময় আলঙ্কারিক গুল্ম।
মুসেন্ডা ফিলিপিকা প্রজাতি,যা ঝোপঝাড় বা ছোট গাছের আকারে জন্মায়। শোভা বর্ধনের জন্য ব্যাপকভাবে বাগানে রোপন করা হয়। নাগবল্লীর আদি নিবাস বাংলাদেশ ও ভারতে। ঝোপাল ছোট আকৃতির চিরসবুজ গাছ। সাধারণত দুই থেকে তিন ফুট উঁচু হতে পারে। পাতার রং উজ্জ্বল সবুজ, প্রায় চার সেন্টিমিটার লম্বা, হলুদ রঙের ফুল। নাগবল্লীর বংশবৃদ্ধি সাধারণত কলমে হয়ে থাকে।
প্রচলিত ইংরেজি নাম Dwarf Mussaenda, White wing ইত্যাদি। রোদ বা আংশিক ছায়ায় এ গাছ তাড়াতাড়ি বেড়ে উঠে। নাগবল্লী বর্ণবৈচিত্র্য তৈরিতে আদর্শ বাগানের জন্য উত্তম। পরিচিত জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডোনা লুজ (গোলাপি), ডোনা আলিসিয়া (গাঢ় গোলাপি), কুইন সিরিকিত (হালকা গোলাপি), ডোনা অরোরা (সাদা), এবং ডোনা ইভা (গাঢ় লাল)।
নাগবল্লী, পত্রলেখা, ম্যুসেন্ডা, Dhobi Tree, flag bush, white flag, white lady, white rag plant, wild mussaenda( Mussaenda frondosa var glabrata) Mussaenda frondosa var. glabrata লতান ধরণের ঝোপ। কান্ড রোমশ। পাতা ১০-১৫ সেমি লম্বা, ডিম্বাকার বা ডিম্ব-আয়তাকার। ফুল কমলা। বৃতির একটি বৃত্যংশ পুষ্পপুটে রূপান্তরিত, সাদা, ৬-৭ সেমি লম্বা, ডিম্বাকার। গ্রীষ্ম ও বর্ষায় ফুল। কলম ও দাবা কলমে চাষ। ছাঁটা আবশ্যক।
আয়ূর্বেদিক শাস্ত্রে এর উল্লেখ দেখা যায় । এর পাতা ছেঁচে পানিতে দিয়ে হারবাল শ্যম্পু হিসাবে ব্যবহার করা যায়। ইন্ডিয়ায় একটা কিন্তু ধোবি ট্রি নামেও পরিচিত। শ্রীপর্ণ, শ্রীপত্র নামে আরও কিছু জাতের উল্লেখ পাওয়া যায়।