হাসনাহেনা বা হাসনুহানা ফুল মিষ্টি গন্ধের জন্য বিখ্যাত। হাসনাহেনা সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না এমনই গন্ধের জোয়ার। যেখানেই ফুটুক, জানান সে দেবেই। এই গাছ একটা থাকলে আশপাশের পুরো এলাকা সুবাসিত হয়। সাধারণত সন্ধ্যার পর পরই এ ফুল ফুটতে থাকে। সারারাত অকৃপণভাবে বিলাতে থাকে তার সুবাস। তাই প্রকৃতিতে হাসনাহেনাকে বলা হয় রাতের রাণী।হাসনাহেনার আদি নিবাস ওয়েষ্ট ইন্ডিজে। তবে বাংলাদেশের সর্বত্রই এ ফুলগাছ দেখা যায়।
নাইট-ফ্লাওয়ার জেসমিন, হাসনাহেনা, বা হিন্দিতে রাত কি রানি। এর বৈজ্ঞানিক নামঃ Cestrum Nocturnum, Solanaceae পরিবারভুক্ত একটি ফুল। এবং এই গাছের আরো অনেক নাম আছে, যার মধ্যে রয়েছে , নাইট কুইন, নাইট ব্লুমিং জেসমিন , নাইট ফ্র্যাগ্রান্ট জেসমিন , নাইট ফ্র্যাগ্রান্ট সেস্ট্রাম , পয়জনবেরি, রাতের দেবী ইত্যাদি।
লতানো ধরনের ঝোপাল গাছ। গাছের প্রতি শাখা-প্রশাখার অগ্রভাগে গুচ্ছভাবে একত্রে প্রচুর পরিমাণে ফুল ধরে। ফুলের গঠন চিকন এবং লম্বা। যে এ ফুল চেনে না সে প্রথম দেখে মনে করবে ফুলটা এখনো ফোটেনি। এফুল প্রস্ফুটিত অংশ পাঁচটি ভাগে বিভক্ত ও দেখতে তারকার মতো দেখায়। রঙ সাদা থেকে ঘিয়ে রঙের হয়ে থাকে। রাত যত গভীর হয় এর সুবাস চারিদিককে মোহনীয় করে। এই ফুলগুলোর সুগন্ধ এতটাই তীব্র ও মিষ্টি যে এটি অনেক দূর থেকে অনুভব করা যায়। শীতকাল বাদে প্রায় সব সময় এ ফুল ফুটতে দেখা যায়। তবে বর্ষাকালে এ ফুল বেশি ফোটে থাকে।