থাই বারমাসি মিষ্টি তেতুল গাছ যা বারো মাস ধরে । থাই মিষ্টি তেতুলের Thai Sweet Tamarind ফুল থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত মোট প্রায় সাত মাস সময় নিয়ে থাকে এবং একবার গাছে ফল থাকা অবস্থাতেই পুনরায় ফুল আসে। সে হিসেবে বছরে মোট দুইবার ফল পাওয়া যায়।
একবার বর্ষাকালে এবং আরেকবার শীতকালে। ছাদে এর চাষের জন্য বাড়তি কোন যত্নের প্রয়োজন হয় না। অন্যান্য টবের গাছের মত সাধারণ যত্ন নিলেই ভাল ফল পাওয়া যায়।
কিভাবে থাই তেতুলের গাছ লাগাবেনঃ
দুইভাগ দো-আঁশ / বেলে দো-আঁশ মাটির সংগে এক ভাগ গোবর, ১০০ গ্রাম টি, এস, পি, ১০০ গ্রাম পটাশ, ২৫০ গ্রাম হাড়ের গুড়া এবং ৫০ গ্রাম সরিষার খৈল একত্রে মিশিয়ে একটি কমপক্ষে ২০ ইঞ্চি বড় টব বা হাফ ড্রামে পানি মিশিয়ে রেখে দিন। ১০-১২ দিন পর মাটি খুচিয়ে রেখ দিন আর্ও ৪-৫ দিন। তারপর একটি ভাল কলমের চারা উক্ত টবে লাগান। তবে চারাটি অবশ্যই কলমের Grafting কিনা এবং থাই মিষ্টি তেতুলের Thai Sweet Tamarind কিনা তা নিশ্চিত হয়ে লাগাবেন।
বীজের চারা টবে লাগিয়ে অযথা দুই-তিন বছর সময় নষ্ট করা ছাড়া আর কিছুই লাভ হবে না। যদিওবা বীজের চারাতে ফল আসে সেই ফল পুষ্ট হবে না এবং মিষ্টি তেতুলের গুণাগুণ পাওয়া যায় না।
পরিচর্যাঃ
থাই মিষ্টি তেতুলের চারা গাছ লাগানোর পর প্রথম ছয় মাস তেমন কোন যত্ন নিতে হবে না। পরিমিত পানি এবং আগাছা পরিষ্কার করলেই চলবে। ছয় মাস পর থেকে প্রতিমাস অন্তর অন্তর সরিষার খৈল মিশ্রিত পচা পানি দিতে হবে। খৈল এর পানি দেওয়ার পূর্বে মাটি খুচিয়ে নিলে ভাল হয়।
রোগজীবাণু ও পোকামাকড়ঃ
থাই মিষ্টি তেতুলে সাধারণত পোকামাকড় আক্রমন করে না। তবে বর্ষাকালে তেতুল ফলে ছত্রাক আক্রান্ত করতে দেখা যায়।
তাতে তেতুল ফল ফেটে যাবার আশংকা থাকে। কাজেই বর্ষাকাল আসার আগেই যদি ১০ দিন অন্তর অন্তর কয়েকবার একটি ভাল ছত্রাক নাশক ঔষধ স্প্রে করা যায় তাহলে এই সমস্যা থাকে না।