সাদা ম্যান্ডেভিলা কাষ্ঠল, বহুবর্ষজীবী, আরোহী গুল্ম। উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Mandevilla boliviensis, ইংরেজিতে এ উদ্ভিদটি white mandevilla, White Rocktrumpet, white Dipladenia, Bolivian dipladenia ইত্যাদি নামে পরিচিত। উদ্ভিদতাত্ত্বিক নাম Mandevilla splendens, পরিবার অ্যাপোসাইনেসি। এটি একটি চিরসবুজ লতানো স্বভাবের গাছ। পাতা উপবৃত্তাকার ও চকচকে সবুজ। ফুল মাইকের চোঙের মতো, সৌরভ নেই । দক্ষিণ-পূর্ব ব্রাজিলের প্রজাতি।
ফুল সাদা, বড়, ফানেল আকৃতির। উদ্ভিদ ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ফুল। ফুলের গলা কমলা-হলুদ। ফুল গ্রীষ্মকালে ফোটে। এ উদ্ভিদ ঠান্ডা সহ্য করতে পারে না। পাতা চকচকে ঘন সবুজ, ১০ সেন্টিমিটার লম্বা হয়। আদি নিবাস কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা। ইংরেজ কূটনীতিক ও উদ্ভিদবিদ হেনরি মেন্ডেভিলের নাম অনুসারে এ উদ্ভিদের নামকরণ করা হয়েছে। মেন্ডেভিল ১৯৩০ সালে আর্জেন্টিনার জঙ্গলে এ ফুল ফুটতে দেখেন। এ উদ্ভিদটি আমাদের দেশেও চলে এসেছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে।