হলুদ ম্যান্ডেভিলা বহুবর্ষজীবী লতাজাতীয় গুল্ম। ফুল অ্যালামান্ডার মতো, রং প্রায় নিয়ন হলুদ। অল্প বয়সে লতানো ঝোপের মতো বেড়ে ওঠে। এটি কাছাকাছি ঝোপঝাড়, গাছ এবং অন্যান্য কাঠামোর ওপর আরোহণ করে বিস্তৃত লতাতে পরিণত হয়। ফুলগুলো প্রায় দুই থেকে তিন ইঞ্চি জুড়ে থাকে। ফুল ফোটে জুন থেকে অক্টোবরে। তবে কাণ্ডের ডগায় সারা বছর ধরে ফুল হয়। গাছটি অ্যালামান্ডার মতো ফুলে ফুলে ছেয়ে যায় না। গাছে সাধারণত সারা বছরই কিছু না কিছু ফুল থাকে। ওলিয়েন্ডার পরিবারের বেশির ভাগ উদ্ভিদের মতো এ গাছের সব অংশ বিষাক্ত।
এ উদ্ভিদটি ইংরেজিতে hammock viper’s-tail, licebush, wild allamanda, wild wist yellow mandevilla, yellow dipladenia, ইত্যাদি নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Pentalinon luteum, এটি Apocynaceae পরিবারের উদ্ভিদ।