বৃক্ষ

গন্ধরাজ গাছে ফুলের বাহার: কুঁড়িঝরা সমস্যার সমাধানে সহজ ও কার্যকর উপায়

গন্ধরাজ গাছে ফুলের বাহার

বাংলার বাগানপ্রেমীদের হৃদয়ে গন্ধরাজের জন্য রয়েছে এক আলাদা টান। এর মোহময় সাদা ফুল আর মিষ্টি গন্ধ যেন মনকেও মাতিয়ে তোলে। তবে অনেকেই অভিযোগ করেন—গাছ ভরে কুঁড়ি এলেও হঠাৎ এক এক করে সব ঝরে পড়ে যায়। ঠিক মতো ফুল ফোটে না। কেন এমন হয়? আর এর সহজ সমাধানই বা কী?

চলুন জেনে নেওয়া যাক কুঁড়িঝরা সমস্যার মূল কারণ ও গন্ধরাজ গাছে প্রচুর ফুল পাওয়ার কার্যকর কৌশল।

কেন গন্ধরাজ গাছে কুঁড়িঝরা হয়?

গন্ধরাজ গাছে কুঁড়ি এলেও যদি তা ঝরে যায়, তাহলে বুঝতে হবে গাছটি কোনো না কোনো সমস্যায় ভুগছে। মূল কারণগুলো হলো:

অতিরিক্ত জল দেওয়া বা জলজট
গন্ধরাজ জল ভালোবাসলেও অতিরিক্ত জল বা জমে থাকা জল কুঁড়িঝরা সৃষ্টি করতে পারে।

সূর্যালোকের অভাব
গন্ধরাজ দিনে অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি রোদ পেতে চায়। রোদের অভাবে ফুল আসবে না, কুঁড়িও ঝরে যেতে পারে।

পুষ্টির ঘাটতি
গাছে প্রয়োজনীয় পুষ্টি না পৌঁছালে কুঁড়ি ধরে রাখতে পারে না।

গাছের গোড়ায় ছাঁটাই না হওয়া
পুরোনো ডালপালা নিয়মিত ছাঁটাই না করলে গাছ দুর্বল হয়ে পড়ে।

অতিরিক্ত সার বা ভুল ধরনের সার
প্রয়োজনের চেয়ে বেশি রাসায়নিক সার বা অনুপযুক্ত সার কুঁড়ি ঝরে যাওয়ার অন্যতম কারণ।

গন্ধরাজ গাছে প্রচুর ফুল পাওয়ার ৫টি কার্যকর টিপস

১. সঠিক আলো ও জায়গা নির্বাচন করুন
গন্ধরাজ গাছ এমন জায়গায় রাখুন, যেখানে সকালে অন্তত ৪-৬ ঘণ্টা রোদ আসে। গাছ যদি ছায়ায় থাকে, তাহলে তা কুঁড়ি আনলেও ঝরে পড়বে।

২. জল দেওয়ার সঠিক নিয়ম অনুসরণ করুন
মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিন। টব বা বাগানে গাছ থাকলে জল যেন গড়িয়ে বের হয়ে যায়, সেই ব্যবস্থা রাখুন। অতিরিক্ত জল গন্ধরাজের কুঁড়ি ঝরিয়ে দেয়।

৩. ছাঁটাই (Pruning) করুন সঠিক সময়ে
প্রতি বছর বর্ষার শেষে বা শরৎকালে হালকা ছাঁটাই করলে গাছ নতুন ডাল গজায় এবং তাতে বেশি ফুল ধরে।

৪. জৈব সার ব্যবহার করুন
প্রতি মাসে একবার গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া বা সরিষার খৈল জল মিশিয়ে ব্যবহার করুন। এতে গাছ সবল হয় ও কুঁড়ি ধরে রাখে।

৫. গাছকে পোকামাকড়মুক্ত রাখুন
কুঁড়ি ঝরার পেছনে অনেক সময় পোকামাকড় দায়ী। প্রাকৃতিক কীটনাশক (যেমন: নিম তেল) ছিটিয়ে গাছের স্বাস্থ্য বজায় রাখুন।

আরও কিছু দরকারি টিপস

  • গন্ধরাজ গাছ মাটির হালকা অম্লীয় (pH ৫.৫ – ৬.৫) পরিবেশ পছন্দ করে।
  • মাটির জলধারণ ক্ষমতা ভালো হলে গাছ বেশি সময় সতেজ থাকে।
  • প্রয়োজনে এক বছর পর পর টবের মাটি বদলে ফেলুন।

শেষ কথা

গন্ধরাজ গাছে ফুল পেতে হলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। শুধু একটু যত্ন, কিছু নিয়ম মেনে চললেই আপনার গাছ ভরে উঠবে সাদা ফুলে। আর সেই ফুলের ঘ্রাণে ভরে উঠবে আপনার বাড়ির প্রতিটি কোণা।

তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন গন্ধরাজের যত্ন। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন নিজের হাতে গড়া বাগানে!

author-avatar

About Mali o Malini

মালি ও মালিনী, ধরণী সাজাই গাছ দিয়ে , ফুলে ফলে সবুজে ভরে উঠুক পৃথিবী, এই প্রত্যয় আমাদের। তাই আমরা মালি The Gardener. Malini and Malini, let the world be filled with greenery with flowers and trees, this is our conviction. So we are gardeners