কমলা লেবু সাইট্রাস জাতীয় গাছের রসালো ফল। কমলা গাছের ফল মধুর স্বাদ এবং এই ফলগুলির খাবার সমৃদ্ধ উপকারী গুণগুলি সম্পন্ন। এগুলি ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম, ফাইবার ইত্যাদি ধারণ করে, যা শরীরের সুস্থতা বজায় রাখার সাহায্য করে। এই ফলগুলো খুব সহজেই চাষ করা যায়।
কমলা গাছের বৈজ্ঞানিক নাম Citrus reticulata সাইট্রাস রেটিকুলাটা। এটি রুটেসি পরিবারের সাইট্রাস গোত্রের। কমলা একটি জনপ্রিয় ফল। রসালো ফল কমলা লেবুর স্বাদ মিষ্টি বা টক, দুই ধরনেরই হয়ে থাকে। স্বাদে অনন্য ভিটামিন সি-তে ভরপুর এ ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। উপকারী এ ফলে লুকিয়ে রয়েছে অবাক করা কিছু গুণ। তাই সুস্থতা নিশ্চিতে খাবার তালিকায় নিয়মিত রাখতে পারেন গোলাকার এ ফলকে।
কমলালেবু চাষ করা হয়, কিভাবে পরিচর্যা করতে হয় বা কিভাবে চারা উৎপাদন করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ-
মাটি ও জলবায়ু
যথেষ্ট বৃষ্টিপাত হয় এমন আর্দ্র ও উঁচু পাহাড়ি অঞ্চলে কমলালেবু চাষ ভালো হয়। উঁচু, উর্বর, গভীর সুনিষ্কাশিত এবং মৃদু অম্লভাবাপন্ন বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। প্রখর সূর্যকিরণ ও উচ্চ তাপমাত্রায় গাছের বৃদ্ধি ব্যাহত হয়। বছরে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত, ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা এবং আংশিক ছায়াযুক্ত স্থান এর জন্য উপযোগী। মাটির অম্ল-ক্ষারত্বের মান ৫.৫ থেকে ৬.০
জমি তৈরী
প্রথমে জমির আগাছা পরিষ্কার করতে হবে। জমি তৈরির পর ৩*৩ মি দূরত্বে ৬০*৬০*৬০ সেমি আকারে গর্ত তৈরি করতে হবে। গর্তের মাটি তুলে পাশে রেখে দিতে হবে। বর্ষার আগে গর্তে মাটি দিয়ে ভর্তি করে রাখতে হবে। কমলা চাষের নির্বাচিত জমি পাহাড়ি হলে সেখানে ৩০-৩৫ মিটার দূরত্বে ২-৪টি বড় গাছ রাখা যেতে পারে। তবে বড় গাছ কাটলে শেকড়সহ তুলে ফেলতে হবে।
চারা রোপন পদ্ধতি
ম্যান্ডারিন চারা চারা লাগানোর ১২-১৫ দিন আগে প্রতি গর্তে নির্ধারিত হারে সার মাটির সাথে কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে। প্রধানত মধ্য-বৈশাখ থেকে মধ্য-ভাদ্র (মে থেকে আগস্ট) মাসের মধ্যে চারা রোপণ করতে হবে। চারা মাটির বলসহ গর্তে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে, যেন চারাটি গর্তের মাঝে থাকে। ম্যান্ডারিন চারা কলমের চারার জোড়া স্থানটি মাটি থেকে ১৫ সেমি উপরে রাখতে হবে। চারার গোড়ার মাটি যেন সামান্য উঁচু থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সার প্রয়োগ
ম্যান্ডারিন চারা ভালো ফলন পেতে হলে কমলা গাছে সার প্রয়োগ করা দরকার। মধ্য-মাঘ থেকে মধ্য-চৈত্র (ফেব্রুয়ারি-মার্চ), বর্ষার আগে মধ্য-চৈত্র থেকে মধ্য-জ্যৈষ্ঠ (এপ্রিল থেকে মে) এবং বর্ষার পরে মধ্য ভাদ্র-মধ্য কার্তিক মাসে সার প্রয়োগ করা যেতে পারে। চারা রোপণের ৩-৪ মাস পর গাছপ্রতি ১০০ গ্রাম ইউরিয়া ১০০ গ্রাম টিএসপি এবং ১০০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে | চারা রোপনের আগে গোবর ১০ কেজি, ইউরিয়া ২০০ গ্রাম, টিএসপি ২০০ গ্রাম, এমওপি ২০০ গ্রাম এবং ৫০০ গ্রাম চুন দিতে হবে।
